Amarendra sen

কবিতা - প্রথম দৃষ্টি শকুন্তলা

লেখক: Amarendra sen

ঋষির পালিতা আশ্রম কন্যা
নিয়ম চারিনী তপস্যা ধন্যা
পিতার আশ্রয় সুখের নীড়
হাসিয়া খেলিয়া জীবন স্থির।
তাপসী জীবনে সুখের তলে
বুঝিনি বেদনা কাহারে বলে
পাইনি কখনো হৃদয়ে ব্যাথা
বিরহ বিরাগ অজানা হেথা।।
যেমন চকিতে মেঘের ঘটা
নভের নীলেতে কালোর ছটা
জাগিল হিয়ায় প্রথম ব্যাথা
কাহারে বলিব অবলা কথা।
নবীন হিয়ার কোমল আশা
খুঁজিয়া পায়না বলার ভাষা
হৃদয়ে গরজে কুলিশ যেন
হয়েছে বুঝিবা কঠিন ব্যামো।।
দামিনী প্রপাতে বিদীর্ণ যেন
আশ্রয় বিচ্ছিন্ন মলিন লতা
কিশোরী হিয়ার কোমল কথা
বলিতে পারেনা আপন ব্যাথা ।
প্রথম লাগিল হৃদয়ে আলো
তাহারে স্মরিয়া লাগিছে ভালো
কেমনে বলিব মনের কথা
গোপনে রয়েছে গোপন ব্যথা ।।
সুরভ বাসিত সুখের সাঁঝ
কুসুম সভিত কাননে আজ
গোধূলি আকাশে রঙের আলো
কেনযে মনেতে লাগেনা ভালো।
কেবলি একলা রহিত চাহি
তবুও হিয়াতে স্থিরতা নাহি
জানিনা কিযেন চাহিছে মন
কেমনে মিলিবে সুখের ধন। । ৪/৭/২৪
তাহারি লাগিয়ে আকুল হিয়া
তনুতে ফোটায় প্রেমের স্নেহা
নবীন জীবনে বিটপী যেথা
শাখাতে ফুটায় কুসুম লতা।
নবীন জীবনে নবীন ভাস
নবীন হিয়ার সুখের আশ
মনের বেনুতে ধরেছে তান
আকুল করিছে হৃদয় প্রাণ । ।
কাহারে এহিয়া ডাকিয়া যায়
হৃদয় আসনে বসাতে চায়
শয়নে স্বপনে তাহারি আশ
আসিবে কখন হৃদয় পাশ।
হতাশা বেদনা বিরহ যবে
মনের মুকুল মরিতে চাহে
ফুটিলে আবার নতুন আশে
মনের মাধুরী সুখেতে ভাসে । ।২৫/৬/২৪
আমারি হিয়ার গোপন কথা
বলিছে কুসুম মাধবী লতা
নবীন হিয়াতে প্রেমের ‘বাস
এনেছে জীবনে মধুর ‘শ্বাস ।
বসন্ত আনগো মধুর বাতা
কুসুম ফুটালো হিয়ার কথা
প্রিয়রে ডাকিয়া আনিবে পিক
গাহিব কেবল প্রেমের গাঁথা । । ২৭/৬/২৪
সুবাস সুহাসে বলোগো তারে
কাঁদিছে কামিনী একেলা ঘরে
শুকনো ভূধরে কুমুদ যেন
শুকাবে এখনি বিরহ জ্বরে ।
আকাশ আনোগো প্রিয়রে হেথা
সখীরা মিলিয়া কহিব কথা
শোনাবো রচেছি হিয়ার গান
সহেনা বিরহ নবীন প্রাণ । । ২৮/৬/২৪
জীবন যৌবনে ঊষার আলো
তোমারে দেখিয়া বেসেছি ভালো
জন্মের বিরহ মিটিয়ে দিয়ো
নয়নে নয়ন মিলায়ে প্রিয়।
কেমনে বলিব মনের কথা
স্মরিলে তোমারে হৃদয়ে ব্যথা
আঁখিতে ভরিছে সুখের লোর
জীবনে প্রথম একোন ঘোর । । ২৯/৬/২৪
সেযেন এসেছে বেসেছে ভালো
জীবনে লেগেছে সুখের আলো
বাঁধিব তাঁহারে প্রণয় ডোরে
কাটিবে শর্বরী সুখের ভোরে।
নিশির স্বপণে টুটিলে ঘোর
একেলা সজ্জায় দুঃখের ভোর
কেমনে সহিব বিরহ সখি
আমার দুঃখের নাহিরে ওর । । ৩০/৬/২৪
কুসুম মালিকা গাঁথিলে প্রিয়
প্রেমের পরসে গলেতে নিও
সফল করিও জীবন মম
সরস বিকশে কুমুদ যেন ।
ফিরায়ে দিওনা প্রাণের সখা
বাঁচিব কেমনে বিরহে একা
শুকাবে ত্বরিত কোমল লতা
ভীষণ নিদাঘ বিরহ যেথা । । ১/৭/২৪
কখনো এমন হয়নি আগে
সবার মাঝেও একলা লাগে
হিয়ার মাঝারে উদাস বাতা
নিমেষে উধায় মনের স্থিতা।
চঞ্চল হিয়ায় বৈশাখী ঘটা
মনের মাঝারে দামিনী ছটা
সখিরে আমায় বলনা বুঝে
কেমনে রাখিব মনেরে সুঝে।। ২/৭/২৪
নবীন জীবনে নবীন মোহে
নিবিড় কামনা নিরত বহে
সুখের স্বপন মেলিছে পাখা
জীবন বুঝিবা মোহিনী মাখা।
মধুর বেদনা বহিছে মনে
হিয়ার বসন্তে মধুর গানে
সুখের সুহাস সুখের ধরা
সুখের দ্যোতনা হৃদয় হরা।। ৩/৭/২৪
ভেবেছি বলিব কতনা কথা
তাহারে দেখিলে লাজেতে মাখা
বিবশ হিয়াতে স্মৃতির ভারে
মনের ভাবনা বলিতে নারে।
যদিনা পারিগো বলিতে আমি
মনের ভাবনা তোমারে প্রিয়
রেখোনা দূরেতে আমারে তবু
প্রেমের পরশে ডাকিয়া নিও।। ৪/৭/২৪
কেবলি দেখিয়া নয়নে হেন
বিয়োগ বিধুরা হয়েছি কেন
ছিলকি ললাটে এমনি লেখা
হবেযে এমনি হইলে দেখা।
এমনি আশীষ দিয়োগো মরে
চেয়েছি যাহারে প্রনয় প্রাতে
হয়যেন সে আমারই সখা
জীবন যৌবন জ্যোৎস্না রাতে।। ৫/৭/২৪
কিশোরী হৃদয় কোমল মৃদু
জ্যোৎস্না নিশার যেমন বিধু
প্রণয় প্রবেগে বহিয়া যায়
রহেনা বাঁধনে স্রোতের ন্যায়।
একেলা জীবন নিদাঘ ভরা
অবলা হিয়ার বিরাম হরা
বিরহ বেলায় শরণ যাচে
আশার লতায় জীবন বাঁচে।। ৫/৭/২৪

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ৯১৪ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন