Amarendra sen

কবিতা - রবে তুমি উদাসী

Amarendra sen

এ জীবনে যদি প্রিয় বুঝিলেনা
আমি তোমারে কত ভালোবাসি ;
মরণের পরে বুঝে নিয়ে প্রিয়
হৃদয় মথিয়া মনের অমিয় দিয়া ,
কতনা বেদনা লুকায়ে রাখিয়া
ফুটায়েছি জীবনে আনন্দের হাসি।
খুঁজিয়া যবে আর পাবেনা মোরে
বাড়ে বাড়ে প্রহারিবে স্মৃতির দোরে
আসিবে মনে সকলি বেদনার ঝড়ে
একলা বাতায়নে চেয়েচেয়ে হবে উদাসী।

পরে পড়বো
১১০
মন্তব্য করতে ক্লিক করুন