মনে হয় মানুষ খুব অসহায়
তার প্রবৃত্তির কাছেই বেশি ,
হয়তো সে খুব নিরীহ যেন বিষহীন সাপ-
অন্ধকারে থেকেও শান্ত আশ্রয়ে অনেক খুশি;
যখন তার শান্ত মনের বৃত্তে ,
বাড়ে বাড়ে কেউ আঘাত করে-
জ্বলে ওঠে আগুন যেন সুপ্ত আগ্নেয়গিরি,
চরম প্রত্যাঘাত দিতে চায়-
প্রতিবর্ত স্বয়ং ক্রিয়া করে ,
ভুলে যায় সে নিরীহ একজন-
ভালোবেসে সবাইকে চিরদিন-
আছে হয়ে সে শান্ত, তেজ রশ্মি হীন –
তাই বলে কিন্তু সে নয় শক্তিহীন ;
প্রবৃত্তির আগুন জ্বলে গেলে,
বিষহীন সর্প দংশন করে ভুলে –
প্রানপনে প্রবল প্রতিশোধ নিতে চায়-
লোকে বলবে ছদ্দবেশী-নিরীহ মোটেই নয় ,
সাধু হয়ে যদি করো প্রতিবাদ
নিতে চাও প্রতিশোধ সেকি অপরাধ ?
আবার সাধু হয়ে মার খেলে লোকে বলে
সাধু নাকি-ব্যাটা যেন হাসির খোরাক।

০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
৪০
মন্তব্য করতে ক্লিক করুন