সেতো আর আসবেনা ফিরে
তবু কেন তারে খুঁজি বারে বারে
মুছি আঁখি জল নয়নের নীড়ে।
স্মিতির লেখা কভু যায়না মোছা
এতো নয় আখিঁর কাজল
মনের মেঘে মিশে রয় লেগে
অস্পর্শ বিষাদ বেদনার বাদল,
জল হয়ে ঝরে পড়ে আঁখি কোণ নীড়ে।
কেন মিছে বহে এতো আখিঁজল
কেন আশাভরা বুক অসার নিষ্ফল
সুরভের বিচ্ছেদে ঝরে যায় কুসুম
আঁধারের বিচ্ছেদে নিশি ভাঙে ঘুম;
তবু কেন মোর বেদনার বিষানলে
একেবারে চিরতরে যায় না জ্বলে
কেন আসো তুমি বারে বারে ফিরে
আঁখিজলে ভাসাতে মরে নয়নের নীড়ে .

মন্তব্য করতে ক্লিক করুন