Amarendra sen

কবিতা - সময়

Amarendra sen
শনিবার, ২২ মার্চ ২০২৫ রূপক কবিতা, সাম্য-জীবনমুখী কবিতা

কে যায় কে যায়
কে যেন এসে চলে যায়
অজান্তে এসে চলে যায়
সে চলে যায় বলে যায় না
শুধু সে ভাবনার ভাবে
কারো মনে ছুঁয়ে যায়।
তারে যায় না ছোয়া
তারে যায় না দেখা
সে অধরা রয়ে যায়
অদেখা অছোয়া রয়
সে এসে চলে যায়
তার সাথে যতটা আসে
অবসানে ফিরে যায়
সে কারো সখা নয়
নাতো কারো শত্রু হয়
নিয়মে তৈরী তার হৃদয়
সে শুধু আসে চলে যায়
কারো তরে রয়না থেমে
কাঁদেনা হৃদয় কার প্রেমে
যায়না কোনো চিহ্ন রেখে
শুধু এসে চলে যায় দেখে
চলে যায় বলে যায় না
তার নাই কোনো রূপ
নাই প্রেম ভালোবাসা হৃদয়
জগৎ তারে দিয়েছে নাম সময়।

পরে পড়বো
২১৮
মন্তব্য করতে ক্লিক করুন