Amarendra sen

কবিতা - সন্ধ্যাবেলায়

Amarendra sen
বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫ প্রেমের কবিতা, বিরহের কবিতা

তোমার খোঁজে এসেছিলাম সন্ধ্যাবেলায়
বসেছিলে শাখার ওপর বন্ধ চোখে
জানিনা ভাবছিলে কারে মনে রেখে,
আমায় তুমি ফিরিয়ে দিলে এমনি হেলায়।
খোলো তুমি প্রথম আঁখি রাতের বেলায়
লাগেনা ভালো চাঁদের আলো ছাড়া
আমার ডাকে তাই দিলে না সাড়া ,
চাঁদের সখি ফোটো তুমি রাতে আলোর মেলায় ।
রজনীগন্ধা তোমায় ভালোবাসি সুখের দোলায়
আমার যত ভালো লাগা হৃদয় দিয়ে
রেখে গেলাম ফুটলে তবে তুলে নিয়ে
সুবাস ভরে পাঠিয়ে দিও মোরে রাতের বেলায় ।

পরে পড়বো
১০৬
আবৃত্তি করেছেন: অ ম রে ন্দ্র সেন
মন্তব্য করতে ক্লিক করুন