Amarendra sen

কবিতা - সত্যের হয় জয় জয়াকার

Amarendra sen

মিথ্যা যতই হোকনা বড়ো
লাগেনা কোনো কাজে
অসতের কোনো অস্তিত্ব নাই
এই জগতের মাঝে ।
সৎ আর সত্য যেথা রয়
অস্তিত্ব থাকে সেথায়
সত্য শ্রমের কঠোর চেষ্টায়
লক্ষে ঠিক পৌঁছে যায়।
মিথ্যা যতই করুক আস্ফালন
শেষ তার শুন্য সার
আর শিষ্টে বিনয়ে সরল চলায়-
সতের হয় জয় জয়াকার।

পরে পড়বো
৯২
মন্তব্য করতে ক্লিক করুন