Amarendra sen

কবিতা - শুধু বাচার জন্যে লড়াই

Amarendra sen

বাঁচার জন্যেই শুধু লড়াই
লড়ার জন্যে বাঁচা নয় ভাই-
সুস্থ সবল হয়ে
দুঃখ কষ্ট সয়ে
বাঁচার সব সুখ লয়ে
এই জীবন যাক বয়ে।
যে যেমন ভাবে চায়
বাঁচুক না কেন এই ধরায়
অন্যের ক্ষতি না করে
যেমন খুশি থেকে ঘরে
সমাজে আইন মেনে
সবাই বাঁচুক না কেন এখানে।
কাহারো মন কেহ করে না নিয়ন্ত্রণ
নিজেকে নিজের ভালোতে
মনকে না বস করলে
কে কার ভালো করে ?
অন্যের ক্ষতি করার ভাবনা
সুস্থ মনটা বিষিয়ে দেয়
নিজে তো মরেই বেঘোরে
পাশের সবাইকে মারে।
জেনেরেখো সবাই এখানে এসেছি মোরা
সুখে বাঁচতে-লক্ষ একটাই
শুধু বাঁচার লড়াই
কারো ক্ষতি করে
জীবনে অশান্তি ভরে
আসবে সুখ মিথ্যা আশা-
বাঁচবো একাই ।

পরে পড়বো
৮৮
মন্তব্য করতে ক্লিক করুন