যখন দুঃখ কষ্টে মন আমার
ভেঙে চুরে যায় ,
যখন সকল প্রয়াস ব্যর্থ হয়ে
আশা নিভে যায় ;
যখন কেউ আর একটু ভরসার
দেয়না হাত বাড়িয়ে ,
তখন খুঁজে খুঁজে তোমার কাছে
আসি কেবল ফিরে।
দুঃখ হলেই তবে কেন সুধু
তোমার কাছে আসি,
যখন তোমায় ভুলে সুখের দিনে
ক্ষণিক সুখে ভাসি;
তাইতো আমায় এবার তুমি শুধু
দুঃখ দিও প্রিয়,
যাবোনা তোমার সঙ্গ ছেড়ে আর-
পেয়ে সুখের অমিয়।
কবিতা - শুধু দুঃখ পেলেই তোমার কাছে আসি
Amarendra sen
রবিবার, ০৫ অক্টোবর ২০২৫
আধ্যাত্মিক কবিতা, সাম্য-জীবনমুখী কবিতা
১২৩
আবৃত্তি করেছেন:
অ ম রে ন্দ্র সেন

মন্তব্য করতে ক্লিক করুন