আমার সুখের তরী
কোথায় ভাসিয়ে নিয়ে যাও মোরে।
তোমার এই খেঁয়া পার
নিয়ে যাবে কাছে কিবা কোথাও দূরে।
বারে বারে দেখেছি পথের শেষে
কতো আজানা বিঘ্ন দাড়ায় এসে
একে একে চলে যায় দুরে
আশার বাঁধ সব বিসন্ন সুরে।
কোথা আছে সেই তীর
স্নিগ্ধ শীতল সুখের নীড়
মিলবে কোথায় ধরার তীরে
হৃদয় খুঁজে যাহা ফিরে ফিরে ।
আসেনা সেই সুখের ছটা
জীবনে শুধু বাদলের ঘনঘটা
মরা গাঙের তরী নিয়ে চলো
চেনা মোর সেই দুঃখের পারে।
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন