Amarendra sen

কবিতা - স্বক্রীতদাস

Amarendra sen

অসংখ্য অভীপ্সার লিপ্সা-কীট প্রবল প্রাবল্য
মস্তিষ্কের শিরায় শিরায়-
বৈদ্যুতিক আধানের মত ঝলকে ঝলকে ওঠে
জ্যামিতিক গতি হারে,
রাজার খোঁজা অকর্মক-শত শত সুন্দরীর গমক
জর্জরিত কাম-শরে ,
সাবালক বলশালী মাংসল পুরুষ বালখিল্য কুশ
আক্রিয় নারীমুক্তাহারে।
ক্রীতদাস স্বেচ্ছায় নর কামভারে নীত অবলীলায়
অজ্ঞান জ্ঞানী ব্যস ,
শুধু হৃদয়ে উদ্দাম উলঙ্গ-মানব যদিও মহাবলী-
তুমি ভৃত্য তুমি ক্রীতদাস-
মনের গুহায় যে আছে ভীষণ আগুনের স্ফুলিঙ্গ
ভীতি আর অপরাগের-
শৃঙ্খলে হয়ে ক্রীতদাস-রাজা তোমারি মতো মানুষ
মনিব তবু, তোমার ত্রাস ;
ভৃত্যমনে পেশি স্থবির কর্ম ক্রন্দিত মনের অগ্নি
স্ফুলিঙ্গ স্বক্রিত নাশ,
বলশালী প্রবল কর্মঠ মাংসল পেশিবহুল সুঠাম দেহি
তবু হালের জোয়ালে,
কর্ষকের আদেশর লাঠির দাস-নির্মম বাঁধনের ফাঁস
নয় কভু মুক্ত ষাঁড়।
পঞ্চ ম স্বক্রীতদাস শৃঙ্খলজাল অমুক্ত বোধিসত্ত্ব
অনালোকিত অপার ,
রাজপুত্র বুদ্ধ জ্ঞানপুত্র প্রজ্ঞালোক উদ্ভাসিত মুক্তিজ্যোতি
মনগ্নিতে বিদারী অন্ধকার।

পরে পড়বো
১১১
মন্তব্য করতে ক্লিক করুন