Amarendra sen

কবিতা - স্বপ্নের জাল বুনে বুনে

Amarendra sen
সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬ বিরহের কবিতা, সাম্য-জীবনমুখী কবিতা

কত স্বপ্নের জাল বুনে বুনে,
দিন যায় শুধু প্রহর গুনে গুনে।

পূরণ হয় না মনের কত আশা,
তবু বাঁধে মনপাখি নতুন বাসা—
হৃদয়-তরুর শাখায় শাখায়,
আশায় বাঁচায় মোরে এই ভুবনে।

দিন আসে দিন চলে যায়,
বসন্তের ককিল গান গেয়ে ফিরে যায়,
কত আশা ফুল হয়ে ফোটে না জীবনে,
তবু নব নব কলি ধরে মনের ভুবনে।

(সিন্ধু ভৈরবী বা দেশ রাগ )

পরে পড়বো
৬৪
মন্তব্য করতে ক্লিক করুন