কত স্বপ্নের জাল বুনে বুনে,
দিন যায় শুধু প্রহর গুনে গুনে।
পূরণ হয় না মনের কত আশা,
তবু বাঁধে মনপাখি নতুন বাসা—
হৃদয়-তরুর শাখায় শাখায়,
আশায় বাঁচায় মোরে এই ভুবনে।
দিন আসে দিন চলে যায়,
বসন্তের ককিল গান গেয়ে ফিরে যায়,
কত আশা ফুল হয়ে ফোটে না জীবনে,
তবু নব নব কলি ধরে মনের ভুবনে।
(সিন্ধু ভৈরবী বা দেশ রাগ )

মন্তব্য করতে ক্লিক করুন