তবু কেন বিষানলে জ্বলে যায় হিয়া –
এত বাসিলাম ভালো এত চাহিলাম দিতে সুখ,
আশার শীতল বারিতে বেদনা মুছাইয়া
ভরাইয়া এ জীবনমরুর শুন্য শুস্ক বুক ,
শুধু তোমার লাগিয়া ।
কুসুম ফুটিলো ভাসিল মধুর সুভাষ
মলয় পবন আনিলো বসন্তের বাতাস ,
তবু বেদনায় মোর হৃদয় করে হাহুতাশ
চাঁদ উঠিতেই ডুবাইয়া দিলো বিষন্ন আকাশ ,
নাজানি কি ভাবিয়া ।
চাহিলেতো জানি ধারায় মেলেনা সুখ
তাইতো চাহিয়াছি শুধু প্রাণ খুলিয়া দিতে
তবু কেন আসে ফিরে মোর দ্বারে দুখ
বলো মোর জীবন বিধাতা এই ধরণীতে ,
বসিয়া আছি কিছু না চাহিয়া।

পরে পড়বো
৩৭
আবৃত্তি করেছেন: অ ম রে ন্দ্র সেন
মন্তব্য করতে ক্লিক করুন