Amarendra sen

কবিতা - তোমারে নিয়ে আশা

লেখক: Amarendra sen

সত্য না হলেও দোদুল্যমান লতার বৃন্তে
পাতার মতো ;
মরণোন্মুখ হয়ে প্রান্তিক জীবনযুদ্ধ অন্তে
সৈনিক যত ;
বেঁচে থাকে তোমারে নিয়ে চির নবিন আশা ।
ক্ষণজন্মা ,হত হলেও বারবার আশা তোমার
মৃত্যু আছে কি ?
রক্তবীজের মতো তোমার ধ্বংস যেন দুর্নিবার
আগুনে পাখি ;
নব জন্মে দিয়ে যাও নব নবিন ভরসা।।
ধরণীতে যদি না হতে তুমি আশাধন
হৃদয় পাতে;
অকালে ঝরে যেত নিতি কতযে জীবন
নিরাশার ঘাতে ;
তোমার কুহকে বাঁচি মোরা ওগো শাস্বত আশা।
হয়তো সত্য হয়ে আসেনা তোমার আশ্বাসনে
তবু নিয়ে বাঁচি
ধরণিতে ঝঞ্ঝাময় জীবনে নিরাশার নিরসনে
তোমারেই যাচি ;
অসত্য হলেও চাই তোমারি অনাহত ভালোবাসা।।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১৯২ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন