তুমি কি সুখ পেতে চাও
তবে কেন মোরে দুঃখ দাও ।
যে দুঃখ তুমি চাও দিতে
সেতো ফিরে যাবে তোমার দুয়ারে
পরবে ভীষণ আঘাত হয়ে
দূষণ ক্লিষ্ট তোমার শিওরে ;
আশু দিনে আর দেখবেনা সুখ
কাঁদবে তুমি একলা ঘরে।
দেবে হৃদয় হতে যেমনি করে
একে একে পাবে তেমনি ফিরে
কিছুই হয়না হারা এই জগতে
ভুলেনা যা দিয়েছে ফিরিয়ে দিতে।
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন