মা, তুমি আছো মোর জীবনের আলো,
তোমার স্পর্শে পাই শান্তি নির্ভালো।
তোমার কোলেতে যে জগৎ হারায়,
তোমার হাসিতে সব দুঃখ ভুলায়।
তুমি যে আমার প্রথম গুরুঝনা,
তোমার শিখায় গড়া জীবনখানা।
তোমার কণ্ঠে শুনেছি দুঃখের গান,
তবু তুমি দিলে স্নেহের অভিজ্ঞান।
তোমার আঁচলে যে সুখের বাসা,
তোমার ছোঁয়ায় সব বেদনা নাশা।
তুমি আছো হৃদয়ের গভীর কোণে,
তোমার স্মৃতি জ্বলে চাঁদের শোভনে।
জীবনের প্রতিটি পদে পদে,
তোমার আশীর্বাদ পাই মনোদ্বারে।
তুমি আছো দূর অন্ধকারের আলো,
তোমার জন্য জীবন করি উৎসর্গ প্রভালো।
তুমি যে আমার বুকের ধন,
তোমার প্রেমে বাঁধা আমার জীবন।
তোমার জন্য গাই হাজার গান,
তুমি যে মোর মনের ত্রাণ।
তোমার পায়ের ধূলি মোর তিলক,
তোমার মমতায় জীবন পেল দীপক।
তোমার আদরে গড়া শৈশবের বাগান,
তোমার হাসিতেই মেলে জীবনের প্রমাণ।
তোমার স্নেহে কাটে সকল ব্যথা,
তুমি যে আমার আশ্রয়ের কথা।
তোমার ভালোবাসায় পূর্ণতা পাই,
তুমি ছাড়া যেন জীবন নিরর্থক ঠাঁই।
তোমার ত্যাগে সাজে আমার ভবিষ্যৎ,
তোমার মুখে দেখি পৃথিবীর শ্রেষ্ঠ রূপ।
তুমি যে আছো সব বেদনার ঊর্ধ্বে,
তোমার কাছে থাকে শান্তি সমৃদ্ধ।
তোমার হাত ধরেই শুরু পথ চলা,
তোমার প্রার্থনায় মেলে মনের বল।
তুমি আছো সুখের চির অমল ধারা,
তোমার জন্য হৃদয় গাইছে সারা।
মা, তোমায় নিয়ে লিখি যত,
শব্দ ফুরালেও ভালোবাসা অশেষ।
তুমি যে আছো আমার প্রেরণার মূর্তি,
তোমার সাথেই জুড়ে জীবনগাঁথার সূত্র।
মন্তব্য করতে এখানে ক্লিক করুন