নতুন বাজি!
…এ্যানী.
মন্দ লোকের গন্ধে এখন
সমাজ গেছে ভরে
তাই বলে কী! ‘ওহে’ বোকারাম
বন্দী থাকবে ঘরে!
ইসলাম কবু হয় না বাঁধা
নারীর চলার পথে,
চাইলে নারী বিমান চালাক
সঠিক নিয়ম মতে।
ইসলাম দিছে নারীর অধিকার
পুরুষ থেকেও বেশ,
সমান অধিকার চাইতে গিয়ে,
বোকার দলটা শেষ।
স্বার্থবাদী শিয়ালগুলো
দল বেধেছে আজি
নারীর অধিকার স্লোগানে মুখর
ধরছে নতুন বাজি!
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন