” বাঁশ ”
এ এইচ এম নোমান চৌধুরী (এ্যানী)

দিল্লীর “কসাই” দিদিকে আমার
ডাকিয়া সেদিন বলে,

ওহে প্রিয় জন শোন দিয়া মন
তুমি তো আমার হলে।

কিন্তু তোমার ঘরের সবাই
আমার যদি না হবে,

আমাদের এই প্রেমের মিলনে
ভাটা আসিতেই রবে।

অতএব তুমি চলিও সদা
আমার আদেশ মেনে,

নিরবে নিভৃতে শেষ করে দাও
ভিন্ন মতের জেনে।

মেধায় শূন্য ওরা যতোটাই হবে
ততোটাই আমাদের লাভ!

রক্তের হলি-তেই মুছিতে পারো
পরাজয় নামের ঐ অভিশাপ,

রক্তের সেই হলি উপহারে চাই
বাড়াতে চাহিলে ভাব।

যেই কথা সেই কাজ,
করছেন দিদি মোর

মেধায় করিতে
“জাতি” শূন্য,

রক্তের হলিতেই
স্বপ্ন ছিলো

অনাবিল সেই প্রেম
হবে পরিপূর্ণ।

বুদ্ধি যে গোড়ালিতে,
তাই দিদি বুঝে নাই!

নিজেকে নিজেই
দিল বাঁশ!

স্ব-জাতিরা দেখে, হায়
বোকারাম হেঁসে যায়,,

অবশেষে প্রিয় জনও
করে উপহাস।

১৫৩
মন্তব্য করতে ক্লিক করুন