এ এইচ এম নোমান চৌধুরী (এ্যানী)

কবিতা - বিশ্ব রাজনীতি,

লেখক: এ এইচ এম নোমান চৌধুরী (এ্যানী)

বিশ্ব রাজনীতি,
এ এইচ এম নোমান চৌধুরী (এ্যানী)

প্রচলিত রাজনীতিতে
জয় পরাজয় খেলা,
ভোটাধিকার দেওয়ার পরেও
সামলাতে হয় ঠেলা।

আগেকার ঐ রাজনীতি কী
এখন খুঁজলে পাবে?
বর্তমানের রাজনীতি তো
পূর্ণ অভিশাপে।

রাজনীতির ঐ নর্দমাতে
নামতে যেওনা কেহ,
বঞ্চিত ক্যান করবে তোমার
অবুঝ শিশুর স্নেহ?

হয়তো তুমি অট্টালিকা
পেতেও পারো তাতে,
হাজার খুনের রক্ত তবে
লাগবে তোমার হাতে।

অতীতের সেই রাজার নীতি
আসবে যদি ফিরে,
আগলে বুকে নেওয়ার কথা
রাখা এ-হৃদয় তীরে।

হাজার পাপেই পূর্ণ যখন
বিশ্ব রাজনীতি,
দল ও মতের ঊর্ধ্বে সবার
ভিনদেশী সেই নীতি।

পশ্চিমাঞ্চলের হাত তালিতে
তৃপ্ত সবাই বেশ,
যার কারণে আমার দেশের
রাজনীতিটা-ও শেষ।

১৩৯
মন্তব্য করতে ক্লিক করুন