অরণি বসু

কবিতা - কান্না

অরণি বসু

অশ্রুবারিধারা বলতে ঠিক কি বোঝায় বুঝতে অনেক
সময় লেগে গেল।
তিন পহরের কাছাকাছি এসে আজ খুব ভোরে
পার্কে তাঁকে দেখলাম।
দুই হাতে মুখ ঢেকে অঝোরে কাঁদছেন তিনি।
কান্নার বেগ তরঙ্গ তুলছে তাঁর শরীরজুড়ে।
কোন আঘাত কখন নদী হয়ে যায় কেউ কি জানে?

অশ্রুবারিধারা।

মুখোমুখি বারান্দায় চিত্রার্পিত আমি দাঁড়িয়ে আছি।
আলো ফুটছে ক্রমশ,
কান্নার তোড় সম্ভবত একটু কমেছে,
তাঁর বসার ভঙ্গি অবিচল।

শূন্য পার্কে একজন দুঃখী মানুষের মাথার ওপর
ঝরে পড়ছে অগুনতি রক্তিম পলাশ।

পরে পড়বো
৭৭
মন্তব্য করতে ক্লিক করুন