কবিতা - নিকট-দূর অরণি বসু বিবিধ কবিতা জড়িয়ে ধরো, ছড়িয়ে দাও। মুঠো বন্ধ করো, মুঠো আলগা করো। যে কোনো সম্পর্কই মাঝে মাঝে দূর থেকে দেখতে হয়, না হলে দমবন্ধ হয়ে আসে পাশের বাড়ির ছাত থেকে নিজের বাড়িকে অচেনা মনে হয়, আশ্চর্য লাগে। দূরে না গেলে সত্যি সত্যি কাছে আসা যায় না। ♥ ০ পরে পড়বো ৬৯ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন