কবিতা - মা কালীর গান অর্ঘ্যদীপ চক্রবর্তী গান এবার আমি পাগল হব কালী নামে পাগল হব। আমি কালী নামে পাগল হয়ে কালীর কাছে যাব চলে। মা’র কাছে গিয়ে আমি ধরব রাঙা পদ দু’খানি। আমি সেইখানে থাকব পড়ে ছাড়ব না আর কোনোমতে। অর্ঘ্যদীপ চক্রবর্তী ১৬/১১/২০২৪ ♥ ০ পরে পড়বো ১৯৪ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন