অর্ঘ্যদীপ চক্রবর্তী

কবিতা - আমার পাগল হয়ে যেতে ইচ্ছে করে

লেখক: অর্ঘ্যদীপ চক্রবর্তী

তোমার কথা ভাবতে ভাবতে
তোমার ছবি দেখতে দেখতে
তুলির মতো টানা টানা তোমার চোখের দিকে তাকিয়ে থাকতে থাকতে
তোমার গোলাপি গালের দিকে তাকিয়ে থাকতে থাকতে
তোমার লাল ঠোঁট দেখতে দেখতে
তোমার কণ্ঠস্বর শুনতে শুনতে
অমাবস্যার রাতের মতো ঘন কালো তোমার চুলের দিকে তাকিয়ে থাকতে থাকতে
রূপকথার পরীদের মতো নরম তোমার হাত ছুঁতে ছুঁতে
তোমার পায়ের নূপুরের শব্দ শুনতে শুনতে
তোমার দেহের মিষ্টি গন্ধে ডুবে থাকতে থাকতে
তোমায় বুকে জড়িয়ে রাখতে রাখতে
আমার পাগল হয়ে যেতে ইচ্ছে করে।

— অর্ঘ্যদীপ চক্রবর্তী
২০/৫/২০২৫

১১
মন্তব্য করতে ক্লিক করুন