অর্ঘ্যদীপ চক্রবর্তী

কবিতা - ভালোবাসা নিয়ে কখনও খেলা কোরো না

অর্ঘ্যদীপ চক্রবর্তী

ভালোবাসা নিয়ে কখনও খেলা কোরো না,
ভালোবাসা সবসময় পবিত্র।
ফুলও ‘ভালোবাসা’র মতো সবসময় পবিত্র।
ফুল নিয়ে খেলা করলে কী হয়?
ফুল ছিঁড়ে যায়।
তখন কি আর দেখতে ভালো লাগে ফুলকে?
ঠিক তেমনই ভালোবাসা নিয়ে খেলা করলে
ভালোবাসা আঘাত পায়
তখন ভালোবাসার মৃত্যু হয়।

— অর্ঘ্যদীপ চক্রবর্তী
১৮/৫/২০২৫

পরে পড়বো
২৩৮
মন্তব্য করতে ক্লিক করুন