কৃষ্ণ, আমরা তোমায় দেখতে পাই না
কিন্তু তুমি আমাদের দেখতে পাও।
তোমার কী অসীম ক্ষমতা
ধরে রেখেছ এ জগৎ হাতের মুঠোয়!
কৃষ্ণ, তুমি তো আমাদের সামনেই থাকো সবসময় বাতাসে মিশে
তবু তোমায় পাই না দেখতে,
আমরা তো অন্ধ
শুধু তুমি বাদে আর সবকিছুই পাই দেখতে।
কৃষ্ণ, আমরা কখনও বলি তুমি নেই
কখনও বলি আছো
আমরা কখনও তোমার অস্তিত্ব বিশ্বাস করি
কখনও করি না,
আমরা এমন আরও কত অপরাধ করি
আমরা তো অপরাধী
আমাদের দোষ ত্রুটি ক্ষমা করো।
— অর্ঘ্যদীপ চক্রবর্তী
১০/১১/২০২৩
মন্তব্য করতে এখানে ক্লিক করুন