অর্ঘ্যদীপ চক্রবর্তী

কবিতা - মা কালীকে নিয়ে লেখা গান

অর্ঘ্যদীপ চক্রবর্তী

মা তোমায় ভালোবাসি
তুমি আমার হীরের খনি।
মা তুমি আমার চোখের মণি
আমার মনের ঈশ্বরী।

মা তুমি আমার মন
মা তুমি আমার জীবন।
মা তুমি আমার চোখের বারি
আমার সুখ-দুঃখ সবই।

তোমায় কত ভালোবাসি
পারব না বোঝাতে আমি।
মরণের সময় জপব আমি
কালী কালী কালী কালী।

— অর্ঘ্যদীপ চক্রবর্তী
১১/১২/২০২৪

পরে পড়বো
২২৪
মন্তব্য করতে ক্লিক করুন