তোকে ডেকে যাই দিবানিশি
‘মা মা’ বলে
তবু তোর দেখা পাই না রে কালী।
তুই দেখা দেবার নয়
‘দুঃখদায়িণী’ বলে ডাকব তাই ভাবি।
তোকে ডেকে ডেকে কন্ঠ হয় ব্যাথা
তবু চোখের জল বলে “ঝরা থামাব না”।
তুই নিজে আনন্দময়ী হয়ে
ছেলেকে রাখিস দুঃখের সাগরে।
তোকে ডেকে ডেকে জ্ঞানশূন্য হয়ে
তোর পদেতে ধরাশায়ী হলে
তবে কি মা দিবি দেখা?
বল মা জবাব দে।
— অর্ঘ্যদীপ চক্রবর্তী
২০/১১/২০২৩
মন্তব্য করতে এখানে ক্লিক করুন