অর্ঘ্যদীপ চক্রবর্তী

কবিতা - পৃথিবী কি জানে?

লেখক: অর্ঘ্যদীপ চক্রবর্তী

পৃথিবী কি জানে
আজ পর্যন্ত কত মানুষ এল আর গেল?
আমরা না হয় জানি চাঁদ পৃথিবীর উপগ্ৰহ,
কিন্তু পৃথিবী কি জানে চাঁদ তার উপগ্ৰহ?
আমরা না হয় জানি পৃথিবীকে নীল গ্ৰহ বলে
কিন্তু পৃথিবী কি জানে তার আরেক নাম নীল গ্ৰহ?
পৃথিবী কি জানে
আজ পর্যন্ত কত তারা খসে পড়ল তার বুকে?
পৃথিবী কি জানে
মানুষে মানুষে কেন হয় যুদ্ধ?
পৃথিবী কি জানে
মানুষ কেন কাঁদে কেন হাসে?
আমরা না হয় জানি ভগবান পৃথিবীতে থাকেন
কিন্তু পৃথিবী কি জানে তা?

২৯/৫/২০২৪

১৮৪
মন্তব্য করতে ক্লিক করুন