সেই আজ থেকে কত দিন আগে তুমি আমায় একবার মাত্র মনে করেছিলে
তারপর কেটে গেছে আরও কত দিন।
নাঃ, তুমি আমাকে আর মনে করোনি!
আমার কথা আর ভাবোনি,
আমাকে তোমার স্মৃতি থেকে একেবারে মুছে দিয়েছ,
আর একবারের জন্য হলেও আমার কথা চিন্তা করোনি।
তবে কেন আমায় আগে মনে করেছিলে
পরে ভুলে যাবে বলে?
তবে কেন আমায় আগে মনে করেছিলে
পরে আর মনে করবে না বলে?
দ্যাখো তুমি আমায় ভুলে গেছ
কিন্তু আমি তোমাকে এখনও ভুলিনি
ভুলতে পারিনি
পারবও না।
তুমি আমাকে ভুলে ভালো থাকতে পারো
কিন্তু আমি আমার হৃদয়ে তোমাকে নিয়ে ভালোই আছি
যদিও বাস্তবে তুমি আমার নও
তবুও আমার বুকের ভিতরে তুমি আমার হয়েই আছ।
—- অর্ঘ্যদীপ চক্রবর্তী
১৮/৪/২০২৪
মন্তব্য করতে এখানে ক্লিক করুন