তোমার মুখের মতো চাঁদ

অসীম সাহা অসীম সাহা

অকস্মাৎ কাল রাতে মরে গেছে পূর্ণিমার চাঁদ।
আকাশের কোথাও নক্ষত্রেরা ছড়িয়ে-ছিটিয়ে নেই,
পৃথিবীকে গ্রাস করেছে ভয়াল অন্ধকার---
তার বিশাল থাবায় হরিণের কোমল মাংসের মতো ঝুলে আছে
জ্যোৎস্নার আলো---বাতাসের ঘায়ে কেঁপে উঠে
লাফিয়ে পড়ছে অন্ধকারের ভেতরে---
যেন সমুদ্রের মধ্যে সজোরে নিক্ষিপ্ত
ক্ষুদ্রাকার একটি মাটির ঢেলা সামান্য আঘাত হেনে
মিলিয়ে গেলো অথৈ জলের নিচে।

আমার চোখ দু’টি বিস্ফারিত।
বেদনায় ক্রমশ নীল হয়ে উঠছে শিরা-উপশিরা।
বুকের ভেতরে ঘূর্ণিবাত্যার মতো জমে আছে গভীর বিষাদ;
একমাত্র অন্ধকার ছাড়া কিছুই চোখে ভাসছে না।
কৃষ্ণসাগরের তীরে দাঁড়িয়ে একটি ভোরের প্রতীক্ষায়
কেটে যাচ্ছে ব্যথিত প্রহর
ঠিক তখনই অন্ধকার ভেদ করে স্ফুরিত আলোর মতো
বেরিয়ে আসছে তোমার মুখ;
উজ্জ্বল জ্যোতিষ্কের মতো সেই মুখ একটি তীব্র আলোকপিণ্ড হয়ে
পৃথিবীকে ভাসিয়ে দিচ্ছে আলোর বন্যায়;
চোখ-ধাঁধানো সেই আলোতে স্নিগ্ধ হয়ে উঠছে মাটি;
কৃষ্ণসাগরের তীরে দাঁড়িয়ে
জ্যোৎস্নার আলোয় ভিজতে ভিজতে বারবার মনে হচ্ছে :

তোমার মুখের মতো এ রকম চাঁদ আমি এ জীবনে কখনো দেখিনি!
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ২৬৪ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন