মো:আসিফ আহমেদ

কবিতা - “শূন্যস্থান”

লেখক: মো:আসিফ আহমেদ

শূন্যস্থান থাকে না কভু শূন্য,
কোনো না কোনো পন্থায় তা হয় পূর্ণ।
শূন্যতা পূরণ করে আকাশের তারা,
শূন্য হলেও পূর্ণ জীবনের আদর্শ আকারা।

অনন্ত বিশ্বের অনন্ত রহস্য,
শূন্যতার মাঝেই সকল প্রতিবাক্য নিহিত।
সৃষ্টির গতি পালন করে বিশ্বের সমাপ্তি,
শূন্যতার মাঝেই পাওয়া যায় অবিস্মরণীয় সৃষ্টি।

শূন্যের মাঝেই প্রজন্মের সৃষ্টি,
অসীম সৃষ্টিপ্রণালীর অভিব্যক্তি।
শূন্যতার গহ্বরে নিরঞ্জন সত্য বিপ্লবিত, জীবনের অধিক গভীর সন্ধানায় মন মুগ্ধ।

শূন্যতা অতল প্রান্তরে,
চিরন্তনের অজানা ধারে।
অনেক সন্ধানে খোঁজে ভ্রমর,
অজানা গভীরে কে সে?

অমনি গগনে বিহঙ্গ পাখি,
মুখরিত আলোর প্রভাতি।
স্বপ্নের আবাসে চিরন্তন,
শূন্যতায় হারালো কে এমন?

মহাবিপুলে অজানা মাঝে,
বিষাদের শেষ মিলে কোথায়?
বিপ্লবের শূন্য প্রান্তর,
চিরন্তনে যে হারে দিনের মায়ায়।

শূন্যের মাঝেই শক্তির প্রবাহ,
বিশ্বের সৃষ্টি ও নিঃসৃষ্টি সমূহ।
সৃষ্টির আদি অপরিমিত রহস্য,
শূন্যতার গহনে প্রকাশিত সনাতন সত্য।

আলোর বেগানে সৃষ্টির নীরব স্বার,
শূন্যের গহনে সবুজ বিশ্বের সকল ধার।
অজ্ঞাতের কোমরে নেমে সৃষ্টির রঙ,
শূন্যতার মাঝেই প্রকাশ পায় জীবনের সুরং।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ২১১ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন