মো:আসিফ আহমেদ

কবিতা - তব সমীপে প্রশ্নবাণ

লেখক: মো:আসিফ আহমেদ

আমি কি তোমা হইতে করিয়াছি মোর পথ’কে প্রভেদ–
তবে কেমন করিয়া তুলিয়া স্পর্ধা করিতে চাও তুমি তা ভেদ?
তব কাননে ছিলো ফুলের স্নিগ্ধ আয়োজন,
আমি কি আনিয়াছি ঝড় আর ভাঙিয়েছি সে’ই ক্ষণ?

তব বন্দনা’য় বসন্তে প্রস্ফুটিত হইয়াছিলো যে ফুল–
আমি কি লইয়াছি তাহা ছিঁড়ে আর করিয়াছি নিখিল ভুল?
বুকের মণিহার কি হইয়াছে ম্লান তব,
আমি কি আসিয়াছি তোমার মন্দিরে,লুটিয়া লইছি সব?

তব প্রশান্ত হৃদয়-সরোবরে ঢেউ তুলিবার শক্তি কি ছিলো মোর?
তব অন্তরিক্ষে আমি আনিয়াছি কি কৃষ্ণমেঘ অবিরত বর্ষণ ভরে?
তুমি যে সুর তুলিয়াছো হৃদয়ঙ্গম তারে,
আমি কি ছেদন করিয়াছি তাহা আর পাশরে গিয়াছি সেই চিরন্তন সুরে?

তুমি যে প্রদীপ শিখা জ্বালিয়েছো নিশীথে–
আমি কি নিভাইয়া দিয়াছি তাহা অমাবস্যার রজনিতে?
তব গোচরের প্রান্তে ছিলো যে উৎপাতশূন্যতার চরণ,
আমি কি তাহা’ র ধ্বনি করিয়াছি বিপথে ভগ্ন?

তুমি যে স্বপ্ন বুনিয়াছিলে শোভিত নীলিমায়–
আমি কি তার রং মুছিয়া দিয়াছি জীমূতের ঘন ছায়ায়?
তোমার হৃদয় মন্দিরে প্রস্ফুটিত হইয়াছিল যে গোলাপ,
আমি কি ছড়াইয়া দিয়াছি তাহা’ তে কাঁটার কল্পিত চাপ?

তুমি যে আশা রাখিয়াছিলে লোচনপলকে–
আমি কি ছিনাইয়া লইয়াছি তাহা,রাখিয়া গিয়াছি শূন্যতার দগ্ধ চক্করে?
তব জীবন তরঙ্গিণী ছিলো নিরবধি শান্ত,
আমি কি ভাসাইয়াছি তাহা’তে অশান্তির তুফান দুরন্ত?

তব মৃদু হাসিতে ছিলো সুখের অনুরণন–
আমি কি রাখিয়াছি তাহা’ তে মনস্তাপের কোনো গোপন ক্ষরণ?
তুমি আঁকিয়াছিলে যে অম্বরে নক্ষত্রের নকশা,
আমি কি ঢেকে দিয়াছি তাহা সঞ্চয় করিয়া কুয়াশার জলসা?

তোমার হৃদয় মন্দিরে ছিলো শান্তির যে দীপ্তি–
আমি কি বিনষ্ট করিয়াছি তাহা অর্পণ করিয়া কোনো নিষ্ঠুর রীতি?
তুমি যে আশীর্বাদ ছড়িয়াছিলে করুণার কোমল পরশে,
আমি কি তাহা’ র মাঝে রাখিয়াছি অনুতাপের বোঝা নিরবধি বর্ষে?

তব সুরে ছিলো যে প্রশান্তির আহ্বান–
আমি কি করিয়াছি তাহা’কে বিক্ষুব্ধ,আনিয়াছি কি অনির্বাণ কান্নার গান?
তব প্রার্থনার মাধুর্যে ছিলো পূর্ণতার যে মাধবী,
আমি কি আনিয়াছি তাহা’ তে অশান্তির হিমশীতল ছায়া করুণাবিধানী?

তুমি যে ভরসা গড়িয়াছিলে অন্তরের নির্ভরতায়–
আমি কি ভাঙিয়া দিয়াছি তাহা সংশয়ের নীরব যন্ত্রণায়?
তোমার প্রত্যাশায় ছিলো যে সুখের গভীরতা,
আমি কি ছড়াইয়া দিয়াছি তাহা’ তে বিষাদের কণ্টকিতা?

তুমি কি চাউনি, কেউ আসিয়া ভাঙিবে তব তালা?
আসিয়াছি আমি, মুক্তি দিয়াছি আঘাতের পালা।
তোমার স্রোতে ভাসিয়া গিয়াছি..!
অশ্রুসিক্ত হইয়া
রহিল যারা কূলে পড়িয়া,রচিবে কি তাহারা তাহাদের নীড়?

_______

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ৬৩ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন