টোনা-টুনি ভাবছিলো ফাগুনের ডালে,
এই বুঝি ছুটে আসে তাতারের তির!
কে জানে বিধির লেখা আছে কি কপালে!
টোনা-টুনি ভাবছিলো ফাগুনের ডালে।
’আয়ু তো সরস রয় দু’তারের তালে’
হৃদয়ে গেঁথে এ’ বাণী দোঁহে কি অধীর?
টোনা-টুনি ভাবছিলো ফাগুনের ডালে,
এই বুঝি ছুটে আসে তাতারের তির!

২০৯
মন্তব্য করতে ক্লিক করুন