ত্রিনয়নধারী, জটাধারী শিব তুমি,
ডমরু বাজে তাণ্ডবে, সৃষ্টি হয় লয়।
তোমার কৃপায় বিশ্বজুড়ে শান্তি রয়,
কৈলাস শিখরে তোমার নিত্য বাস ।
শ্মশানবিহারী তুমি, হাতে ত্রিশূল প্রকাশ,
সর্পভূষণ অঙ্গে, কণ্ঠে বিষ নীল।
ত্রিশূল হাতে রুদ্র রূপে, তুমি বিশ্বনাথ!
হর হর মহাদেব! হর হর মহাদেব!
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন