আকাশ যখন প্রদ্বীপ জ্বালায় চাঁদের
জোছনালোকের মদিরতায় মন ভিজে না কাদের?
তুমি যখন পাশে থাকো
স্বপ্ন যত সীমা পেরোয় সাধের!
তুমি যখন আমার দু’ হাত ধরো
স্বর্গ-ধরা কাঁপে থরোথরো।
জীবন ছোট, ভালোবাসা
অনেক মহান, বড়।
হঠাৎ যখন হামলে পড়ে বাতাস
বুঝি ওটা, তোমার দীর্ঘশ্বাস!
মনের গহীন কোণে তোমার
নিবিড় বসবাস।
তোমার চোখে রাখলে আমার দৃষ্টি
হয় যে তুমুল কাব্যিকতার সৃষ্টি।
তীব্র দাবদাহে যেন হঠাৎ নামা বৃষ্টি!
মন্তব্য করতে এখানে ক্লিক করুন