বিপ্লব আমার ভাই।

তার উজ্জ্বল মুখটি দেখে

আমরা মরতে চাই।

বিপ্লব ভালো ছেলে।
মানুষের সব দুঃখ যাবে
একবার তাকে পেলে।

বিপ্লব এলো গাঁয়ে।
অশ্রুর উপর ভর দিয়ে সে,
ক্রাচ ছিলো তার পায়ে।

বিপ্লব জানে ভবে।
ঘরে পৌঁছার আগেই তাকে
খেয়ে ফেলবে মবে।

বিপ্লব ডাকে, ভাই!
তার তবুও ক্রাচ ছিলো হাতে,
আমার যে তাও নাই।

১৯
মন্তব্য করতে ক্লিক করুন