হাজার ভিড়ের মাঝেও খুঁজি সেই পুরোনো সুর,
যে সুরটা গ্রাম দিয়েছিল বহু বহু দূর।
নদীর বাঁকে আজও শুনি জলের কলতান,
এই মাটির গন্ধ আমার, এ-ই তো আমার প্রাণ।
সহজ ভাষায় ভালোবাসা, সহজ ভাষায় গান,
এতেই যেন ভরে ওঠে এই বাঙালি প্রাণ।
তুমি না থাকলে সব আলো যায় নিভে,
তোমাকেই তো খুঁজে ফেরে এই মন, বারে বারে।
যখন আকাশ কাঁদে, মেঘের গভীর ডাকে,
মনে পড়ে ছোটবেলার সেই সবুজ মাঠটাকে।
ভিজে মাটির বুকে যখন জলের আল্পনা,
সেদিনও তোমায় খোঁজে এই ব্যাকুল কল্পনা।
প্রেম মানে শুধু পাশাপাশি হেঁটে পথচলা নয়,
প্রেম মানে একই ছায়াপথে বিলীন হওয়ার ভয়।
জীবনের যত হিসেব-নিকেশ সবই থাকে বাকি,
যদি না তোমার চোখে আমার ছবিটা আঁকি।
সাদাসিধে জীবন, আর অল্প চাওয়া,
এটাই তো বাংলার চিরন্তন পাওয়া।
এই সরলতায় মুক্তি মেলে, মুক্তি মেলে প্রাণে,
এই কবিতা থাকুক সবার হৃদয়েরই টানে।

মন্তব্য করতে ক্লিক করুন