কখনও কখনও,
চুমুতে লুকিয়ে থাকে বিষাক্ত প্রলোভন।

ওষ্ঠে মিথ্যে হাসির আভা,
জড়িয়ে থাকায় ফুটে ওঠে কামনা।

যৌনতা যেন,
হিংস্রতার জানান দেয়।

সঙ্গম শেখেনি,
বৈধতা কাকে বলে!

দেহ লুটিয়ে পড়ে,
ক্লান্তিতে বিরতি নেয় সে দেহ।

আরেকটিবার বিরহ লোভ জন্মালে,
এ হিংস্রতার কাছে ধরা দেবে কামনা।

— Farhan Noor Shanto

২২৮
মন্তব্য করতে ক্লিক করুন