অথচ,
প্রশ্নবোধক আর প্রশ্নবোধকের ফোঁটা
কোনোদিন মিলিত হতে পারবে না।
কেবল ঠাঁয় দাঁড়িয়ে থাকবে ওরা।
ওরা জানে,এ মিলনের কোনো পরিণতি নেই,
নেই কোনোও অর্থ।
ঠিক যেমনি আশ্চর্যবোধক চিহ্ন,চন্দ্রবিন্দু।
পূর্ণতা কখনও কখনও আলাদা থেকেও প্রকাশ পায়।
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন