হাসান জামান

কবিতা - পাথর সময়

হাসান জামান

সভ্যতার সুড়ঙ্গ শেষে
মেঘে মেঘে ভেসে যায় আলো
অবশেষে পৌঁছে গেছি পাথরের দেশে!
জীবনের মাঝ পথে এসে
ডানা ভাঙ্গা পাখির মতো
থুবড়ে পড়েছে সব আশা,
কোথায় মানুষ, মরমী মানুষের মন
লোকালয়ে বিবর্ণ মুখ , মৃত ভালোবাসা!
হৃদয়ে গহীন অন্ধকার জমেছে পাথর
বেদনার পরাভব অনুচ্চস্বর মুক্তি সোপান
শ্রাবণ আকাশ বৃষ্টি কাতর নিশ্চুপ চোখ
লিখে রাখে পাথর সময়
আলোহীন সভ্যতার নেই অনুতাপ
সহস্র মৃত্যুতে তার নেই কোনো শোক!

পরে পড়বো
১০৩
মন্তব্য করতে ক্লিক করুন