যখন থাকি একা

হাসান জামান হাসান জামান

যখন থাকি একা নির্জনে
তোমার কথার কুয়াশা রেণু ঝরে মনে
শ্রাবণ আকাশ যেন চৈত্রের ফেটে যাওয়া মাঠ
স্মৃতি গুলো নদী জলে খুলে প্রেমের কপাট
ছুঁয়ে যায় মন, বৈরী সময় পিছু করে ধাওয়া
রাতের জোনাকি কতদিন বৃষ্টি হয়নি ছোঁওয়া।

আমি জাগি রাত জাগে প্রকৃতি নিঝুম
দটি পাখি দুই কুলে জাগে চোখ নির্ঘুম!
জীবন ঘষে ঘষে আগুন হৃদয়ের ঘরে
পুড়ে ছাই ভালোবাসা অবিনাশী জ্বরে!

মানুষেরা কি নিয়ে বাঁচে
বন্ধু স্বজন ভালোবাসা ছাড়া
পৃথিবী গোরস্থান ঘুমের পাড়া!
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৯১ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন