ও আমার উড়াল পঙ্খীরে
হুমায়ূন আহমেদ
ও আমার উড়াল পঙ্খীরে যা যা তুই উড়াল দিয়া যা
আমি থাকব মাটির ভরে,
আমার চোক্ষে বৃষ্টি পরে
তোর হইবে মেঘের উপরে বাসা
ও আমার মনে বেজায় কষ্ট
সেই কষ্ট ইইল পষ্ট
দুই চোক্ষে ভর করিল আঁধার নিরাশা
তোর হইল মেঘের উপরে বাসা
ও আমার..
মেঘবতী মেঘকুমারী মেঘের উপরে থাক
সুখ দুখ দুই বইনেরে কোলের উপরে রাখ
মাঝে মইধ্যে কান্দন করা মাঝে মইধ্যে হাসা
মেঘবতী আজ নিয়াছে মেঘের উপরে বাসা
ও আমার উড়াল পঙ্খীরে যা যা তুই উড়াল দিয়া যা
আমি থাকব মাটির ভরে
আমার চোক্ষে বৃষ্টি পরে।
তোর হইবে মেঘের উপরে বাসা
আমি থাকব মাটির ভরে,
আমার চোক্ষে বৃষ্টি পরে
তোর হইবে মেঘের উপরে বাসা
ও আমার মনে বেজায় কষ্ট
সেই কষ্ট ইইল পষ্ট
দুই চোক্ষে ভর করিল আঁধার নিরাশা
তোর হইল মেঘের উপরে বাসা
ও আমার..
মেঘবতী মেঘকুমারী মেঘের উপরে থাক
সুখ দুখ দুই বইনেরে কোলের উপরে রাখ
মাঝে মইধ্যে কান্দন করা মাঝে মইধ্যে হাসা
মেঘবতী আজ নিয়াছে মেঘের উপরে বাসা
ও আমার উড়াল পঙ্খীরে যা যা তুই উড়াল দিয়া যা
আমি থাকব মাটির ভরে
আমার চোক্ষে বৃষ্টি পরে।
তোর হইবে মেঘের উপরে বাসা
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ২১২ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন