হুমায়ূন আহমেদ

কবিতা - ও আমার উড়াল পঙ্খীরে

লেখক: হুমায়ূন আহমেদ

ও আমার উড়াল পঙ্খীরে যা যা তুই উড়াল দিয়া যা
আমি থাকব মাটির ভরে,
আমার চোক্ষে বৃষ্টি পরে
তোর হইবে মেঘের উপরে বাসা
ও আমার মনে বেজায় কষ্ট
সেই কষ্ট ইইল পষ্ট
দুই চোক্ষে ভর করিল আঁধার নিরাশা
তোর হইল মেঘের উপরে বাসা
ও আমার..

মেঘবতী মেঘকুমারী মেঘের উপরে থাক
সুখ দুখ দুই বইনেরে কোলের উপরে রাখ
মাঝে মইধ্যে কান্দন করা মাঝে মইধ্যে হাসা
মেঘবতী আজ নিয়াছে মেঘের উপরে বাসা

ও আমার উড়াল পঙ্খীরে যা যা তুই উড়াল দিয়া যা
আমি থাকব মাটির ভরে
আমার চোক্ষে বৃষ্টি পরে।
তোর হইবে মেঘের উপরে বাসা

৩৪১
মন্তব্য করতে ক্লিক করুন