ইন্দিবর দে

কবিতা - চুকিয়ে ফেলো হাজার দ্বন্দ্ব

লেখক: ইন্দিবর দে

আমার কপালটা মন্দ!
তুমি আমায় ডাকলে, আমি
পাই বাঁচার ছন্দ।

ছন্দ তালে বাঁচতে হলে,
হয় না ব্যাপার মন্দ।
আমার সাথে চুকিয়ে ফেলো,
থাকলে হাজার দ্বন্দ্ব।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১৪০ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন