পরিবর্ধিত ১৪১৩ সংস্করণের ভূমিকা,
জীবনানন্দের লেখা বাংলা কবিতার সংখ্যা প্রায় আটশো। কিন্তু অধিকাংশ পাঠকের কয়েকটি জনপ্রিয় কবিতার বইয়ের শ’দুয়েক কবিতার বাইরে জীবনানন্দের অন্যান্য কবিতার সঙ্গে পরিচিতি নেই। আবার প্রায় চারশো কবিতা আদৌ কোনও কম দামের সংকলনে স্থান পায়নি, অথচ এর বেশ কিছু কবিতাই সাধারণ পাঠকদের কাছে সহজে পৌছবার প্রয়োজন আছে।
“বনলতা সেন” জীবনানন্দের সবচেয়ে জনপ্রিয় সংকলন। এই পরিবর্ধিত সংস্করণে ওই অপেক্ষাকৃত অপরিচিত চারশো কবিতার মধ্যে থেকে যেগুলি সংকলনের মেজাজের সঙ্গে খাপ খায় তার ৪০টিকে সংযযাজন করা হলো। জীবনানন্দ দাশ নিজেই কবিতা লেখার পর বহু বছর বাদে সেগুলিকে ঘষামাজা করতেন। বর্তমান সংযোজনের অল্প কয়েকটি কবিতা তার জীবদ্দশায় বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছিল। বাকিগুলি কবির নিজের হাতে মার্জিত হবার সুযোগ পায়নি।
সংযোজিত কবিতাগুলি প্রকাশকের ব্যক্তিগত পছন্দ অনুযায়ী বাছাই করা হয়েছে। কিছু ক্ষেত্রে হয়তো সাহিত্যের গুণমানের নিক্তিতে মাপজোক করলে এই বাছাই যথার্থ হয়নি।
অমিতানন্দ দাশ
প্রকাশক ও স্বত্বাধিকারী
১৭২/৩ রাসবিহারী অ্যাভিনিউ
কোলকাতা-৭০০ ০২৯
মন্তব্য করতে এখানে ক্লিক করুন