যারা মরে গেছে তাহাদের কথা ভেবে

জীবনানন্দ দাশ জীবনানন্দ দাশ

যারা মরে গেছে তাহাদের কথা ভেবে
পাদপ্রদীপ পায় না তো তার শিখা
এখানে—সেখানে—যদিও গিজের গম্ভীর অহমিকা
প্রতিধ্বনিকে একদিন যেন কামানের চেয়ে আরও ঢের বড় ধ্বনিকে
ফিরায় দেবে।

প্রেম তার হাতে ছেড়ে দাও তবে, ত্রিকাল ভুলেছে যারা
সেইসব দূর শিল্পী পাখিরা তাতেই তৃপ্তি পাবে
এছাড়া, রাত্রি আমাদের তবে—আজ ভোরে জেগে সূর্যের অনুভাবে
সূর্য গড়িলে সেখানেও কিছু পাওয়া যাবে নাক’ আর পিরামিডদের
নিরুত্তরতা ছাড়া।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১৪১ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন