রজনীর অন্ধকার এইরকম

জীবনানন্দ দাশ জীবনানন্দ দাশ

রজনীর অন্ধকার এইরকম।
তবুও আরও অন্য এক অন্ধকার আসে
মোমের প্রদীপ হাতে—কোনোদিন—
কিশা গোতমীর মতো মূঢ় হয়ে চলে যাক’।

যেই রমণীকে মোরা পেলাম না কোনোদিন
আমাদের তাড়সের দিনগুলো বহুদিন হয় শেষ হয়ে গেছে ব’লে
সেও সেই মৃত্যু—অন্ধকার
তাহার ছায়ায় মোরা বিষয়ী, পলিতকেশ, সপ্ত ঘুমন্তের মতো
ঘুমের ভিতর দিয়ে মৃত্যু পাব
মৃত্যুর ভিতর দিয়ে দেশলাই—আলপিন—গিনিপিগ—

আমরাও নীলিমার শকুনকে দেখি নাই কোনোদিন
তবু তার পরিবর্তে আকাশে হাউই বাজি ছুঁড়ে
সেই অগ্নিচূড়া যতদূর উড়ে যায় দেখিনি কি?
(আকাশকে এর চেয়ে কারা বেশি দেখে)
আমাদের তাড়সের দিনগুলো বহুদিন হয় শেষ হয়ে গেছে ব’লে
সেও সেই মৃত্যু; অন্ধকার

ঘুমের ভিতরে সিংহ নড়ে
অরণ্যের নয়
মেঝের উপরে অগ্নি জ্বলে—
হে পুষা তোমার নয়।

দিনের আলোয় যেই নগরীকে মোরা আধোসৃষ্টি ক’রে
কঙ্কালের স্তূপে ফেলে গেছি
ঘুমের ভিতরে আমাদের নাসিকার ডাশা তবু—
তবু তার—পরিচ্ছন্ন মিনারের চূড়ার মতন।
অসমাপিকার কাজ সাঙ্গ করে।
আমাদের তাড়সের দিনগুলো বহুদিন হয় শেষ হয়ে গেছে ব’লে
সেও সেই মৃত্যু, অন্ধকার।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৯৯ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন