বেকারত্বের বোঝা
জয়দেব বেরা
জীবনে একটা স্বপ্ন ছিল,
যে ভালো একটি চাকুরী পাবো।
তাই স্বপ্ন পূরণের দরুন
করেছি রাত-দিন অধ্যয়ন ও পরিশ্রম।
জীবনের সমস্ত পরিস্থিতিকে
মানিয়ে নিয়ে;
এগিয়ে গিয়েছিলাম স্বপ্ন পূরণে।
স্বপ্ন পূরণের তালা খুলতে
অর্জন করেছিলাম;
ডিগ্রীর কিছু চাবিকাঠিও।
কিন্তু হলোনা এই স্বপ্নপূরণ;
আমার এই স্বপ্নগুলো-
নিমেষেই হল চূর্ণ-বিচূর্ণ।
আমার এই স্বপ্নগুলো,
অর্থের কাছে হলো আজ বিক্রি।
এই স্বপ্নগুলো শুধু, স্বপ্নই থেকে গেলো;
আর বাড়তে থাকল বেকারত্বের বোঝা।
বেকারত্বের হতাশায় মন আজ ক্লান্ত!
বেকারত্বের সহিত করে চলেছি;
অবিরত সংগ্রাম ও আন্দোলন।
আর বসে থাকি;
বিধির বিচারের অপেক্ষায়।
যে ভালো একটি চাকুরী পাবো।
তাই স্বপ্ন পূরণের দরুন
করেছি রাত-দিন অধ্যয়ন ও পরিশ্রম।
জীবনের সমস্ত পরিস্থিতিকে
মানিয়ে নিয়ে;
এগিয়ে গিয়েছিলাম স্বপ্ন পূরণে।
স্বপ্ন পূরণের তালা খুলতে
অর্জন করেছিলাম;
ডিগ্রীর কিছু চাবিকাঠিও।
কিন্তু হলোনা এই স্বপ্নপূরণ;
আমার এই স্বপ্নগুলো-
নিমেষেই হল চূর্ণ-বিচূর্ণ।
আমার এই স্বপ্নগুলো,
অর্থের কাছে হলো আজ বিক্রি।
এই স্বপ্নগুলো শুধু, স্বপ্নই থেকে গেলো;
আর বাড়তে থাকল বেকারত্বের বোঝা।
বেকারত্বের হতাশায় মন আজ ক্লান্ত!
বেকারত্বের সহিত করে চলেছি;
অবিরত সংগ্রাম ও আন্দোলন।
আর বসে থাকি;
বিধির বিচারের অপেক্ষায়।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১৩৪ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন