জয়দেব বেরা

কবিতা - চিঠি

লেখক: জয়দেব বেরা

আমি মোহনায় এসে দাঁড়িয়ে আছি,যেখানে-
ভালোবাসার সাগরে প্রেমের নদী মিশেছে।
আমার হাতে ছিল অনুভূতি তে ভরা
গোলাপী একটি চিঠির খাম।
না বলা মনের সহস্র কথা গুলো
এই খামের মধ্যে জমিয়ে রেখেছি।
চিঠি হাতে এসে দেখি তুমি নেই,
আছে শুধু তোমার স্মৃতি গুলো!
স্মৃতির আয়নায় আমি –
আজও তোমায় দেখতে পাই।
তাই তো বারে বারে চলে আসি ,
চিঠি টি তোমার হাতে দেবো বলে।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১৭৯ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন