অসুস্থ সমাজ
জয়দেব বেরা
সমাজ আজ অসুস্থ
নানান ব্যাধি গ্রাস করছে সমাজকে।
আকাশের অন্ধকার নেমে এসেছে সমাজে,
সমাজের দরকার একটুকু সুস্থ আলো।
সমাজ ভুগছে-বেকারত্ব,দারিদ্র্য,ধর্ষণ,খুন,
দুর্নীতি ও সাম্প্রদায়িকতার ব্যাধিতে।
অসুস্থ সমাজকে সুস্থ করতে-
গবেষণায় ব্যস্ত সামাজিক ডাক্তাররা।
সমাজ তুমি সেরে উঠো
নইলে মানুষ হয়ে উঠবে'জীবন্ত লাশ'।
নানান ব্যাধি গ্রাস করছে সমাজকে।
আকাশের অন্ধকার নেমে এসেছে সমাজে,
সমাজের দরকার একটুকু সুস্থ আলো।
সমাজ ভুগছে-বেকারত্ব,দারিদ্র্য,ধর্ষণ,খুন,
দুর্নীতি ও সাম্প্রদায়িকতার ব্যাধিতে।
অসুস্থ সমাজকে সুস্থ করতে-
গবেষণায় ব্যস্ত সামাজিক ডাক্তাররা।
সমাজ তুমি সেরে উঠো
নইলে মানুষ হয়ে উঠবে'জীবন্ত লাশ'।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১৮৯ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন