C.C.D
জয় গোস্বামী
ভরন্ত C.C.D থেকে বেরিয়ে এল প্রেমিক-প্রেমিকা...
দেখামাত্র শ্বাস আটকে আসে!
এখন নিশ্চয় সে-ও কোনও C.C.D-তে বসে
তার নব্যপুরুষকে নিয়ে
মোবাইলে ছবি তুলছে--- যেমন আমার ছবি তুলত একদিন
দেখতে দেখতে আমার চোখের সামনে ভিড় করা C.C.D
একটা হানাবাড়ি।
সব আলো নিভে গেছে,আবছা অন্ধকার
চারপাশে কেউ নেই----এমনকী ওয়েটারও নয়
এক কাপ চা হাতে নিয়ে বসে আছি প্রেতরূপী আমি
দেখামাত্র শ্বাস আটকে আসে!
এখন নিশ্চয় সে-ও কোনও C.C.D-তে বসে
তার নব্যপুরুষকে নিয়ে
মোবাইলে ছবি তুলছে--- যেমন আমার ছবি তুলত একদিন
দেখতে দেখতে আমার চোখের সামনে ভিড় করা C.C.D
একটা হানাবাড়ি।
সব আলো নিভে গেছে,আবছা অন্ধকার
চারপাশে কেউ নেই----এমনকী ওয়েটারও নয়
এক কাপ চা হাতে নিয়ে বসে আছি প্রেতরূপী আমি
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৯৭ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন